– Advertisement –
– Advertisement –
– Advertisement –
– Advertisement –
হবিগঞ্জের মাধবপুর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রতি জনকে ২শতাংশ জমির রেজিষ্ট্রি দলিলসহ পাকা ঘর হস্তান্তরের মাধ্যমে এ ঘোষনা দেওয়া হয়।
মুজিব বর্ষের উপহার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন-২ প্রকল্পে ৪র্থ পর্যায়ে ১০৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারসহ মাধবপুরের সর্বমোট ২৮৯টি পরিবারকে এ সুবিধার আওতায় আনা হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনজুর আহ্সানের সভাপতিত্বে দলিল ও ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপপরিচালক(ডিডিএলজি) সাদিকুর রহমান।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি) রাহান বিন কুতুব, ইন্সপেক্টর (তদন্ত) আতিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সৈয়দ আজাহারুল ইসলাম, প্রসক্লাব সভাপতি মোহা. অলিদ মিয়া, ইউ/পি চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন জারু, ঘর ও জমির দলিল পেয়ে অনুভ‚তি ব্যক্ত করেন শারীরিক প্রতিবন্ধী সুবর হোসেন, ষাঠোর্ধ্ব হিরন রাণী শীল প্রমূখ।
– Advertisement –