নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফসী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা কৃষি অফিসার মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান। অতিথি ছিলেন- উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নাজমুল হাছান মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহবাহক রাজিব হোসেন কফিল প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।