ভূঞাপুরে বিনামূল্যে ৫০০ কৃষক পেল সার আউশ ধানের বীজ – News Tangail

ভূঞাপুরে বিনামূল্যে ৫০০ কৃষক পেল সার আউশ ধানের বীজ – News Tangail

নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফসী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ সময় উপজেলা কৃষি অফিসার মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান। অতিথি ছিলেন- উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নাজমুল হাছান মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহবাহক রাজিব হোসেন কফিল প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts