ভূঞাপুরে টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে ইঞ্জিনিয়ারের বাড়িতে চুরি – News Tangail

ভূঞাপুরে টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে ইঞ্জিনিয়ারের বাড়িতে চুরি – News Tangail

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে টিউবওয়েলের পানিতে চেতনানাশক ঔষধ মিশিয়ে মিশিয়ে সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ সাড়ে ১০ ভরি স্বর্ণ লুট করেছে চোরচক্র।

বুধবার (২৬ মার্চ) রাতের কোনো এক সময়ে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী নৌকার মোড় এলাকার মো. লিয়াকত আলী নামে এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর মেয়ে ভুক্তভোগী উম্মে হাবিবা বলেন, গত মঙ্গলবার রাতে সেহরী খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে যাই। বুধবার সকাল থেকেই মা, ভাই ও আমার ঘুম ঘুম ভাব হয়। ইফতারের পর রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়লে আর জাগতে পারিনি। পরে বুধবার সেহরির সময় ঘুম ভাঙলে দেখি ঘরের সবকিছু তছনস। এতে ঘরে থাকা সাড়ে ৪ লাখ নগদ টাকা, সাড়ে ১০ ভরি স্বর্ণ লুট করেছে চোরচক্র।

হাবীবা আরও বলেন, গত কয়েকদিন ধরে যাকাত দিচ্ছি ও বুধবার বাড়িতে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। ধারণা, চোরচক্রের কেউ টিউবওয়েলের পানিতে নেশাদ্রব্য জাতীয় কিছু মিশিয়েছিল। সেই পানি খেয়ে আমি, মা ও ছোট ভাই অসুস্থ হয়ে পড়ি। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ছোট ভাই নাইমুরকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি থানা পুলিশকে এখনো জানানো বা অভিযোগ করা হয়নি।

এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন- বিষয়টি জানলাম, এখনি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts