ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

১৩ মার্চ ২০২৪ বুধবার ৭:৫১:৩৩ অপরাহ্ন

Print this E-mail this


গৌরনদী(বরিশাল)প্রতিনিধিঃ

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

বরিশালের গৌরনদীতে একটি ক্লিনিকে চিকিৎসকের ভুল চিকিৎসা ও দায়িত্ব অবহেলায় দ্বীপায়ন রায় (৯) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকাল ৯টার দিকে গৌরনদী টিএন্ডটি মোড় সংলগ্ন শিকদার ক্লিনিকে এই ঘটনা ঘটে। দ্বীপায়ন পাশ্ববর্তী উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামের দুলাল রায়ের ছেলে ও কারফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিলো। 

দ্বীপায়নের বাবা দুলাল রায় অভিযোগ করেন, দ্বীপায়ন রায় জ্বর, বমি ও মাথা ব্যাথায় আক্রান্ত হলে গত ১১ মার্চ দিবাগত রাতে তাকে গৌরনদী শিকদার ক্লিনিকে এমবিবিএস ডা. সামিউল ইসলামের অধীনে ভর্তি করা হয়। সেখানে একদিন চিকিৎসারত থাকা অবস্থায় দ্বীপায়নের শারীরিক অবস্থার অবনতি ঘটে। গত মঙ্গলাবর রাতে শিশু দ্বীপায়ন বেশি অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরনের অনুরোধ করেন। ডাক্তার তাদের কথায় কর্নপাত না করে ক্লিনিক থেকে আমার ছেলেকে শেবাচিম হাসপাতালে প্রেরন করতে রাজী হয়নি। ওই ক্লিনিকের ডা. সামিউলের ভুল চিকিৎসা ও অবহেলার কারণে বুধবার সকাল ৯টার দিকে দ্বীপায়ন মৃত্যুর কোলে ঢলে পড়ে। তিনি ওই চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ওই ক্লিনিকের ডা. সামিউল ইসলাম বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। থানা পুলিশের উপস্থিতিতে ডাক্তার ও ক্লিনিকের বিরুদ্ধে কোন অভিযোগ নেই মর্মে দ্বীপায়ন রায়ের স্বজনরা ক্লিনিক কৃর্তপক্ষের কাছে লিখিত দিয়ে গেছেন।

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, স্কুল ছাত্রের মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts