ভুরুঙ্গামারীতে সাইনবোর্ড ঝুলিয়ে প্রতারনার চেষ্টা
এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ‘বাংলাদেশ কমিটি পুলিশ’ নামে সাইনবোর্ড ঝুলিয়ে প্রতারনার অভিযোগ উঠেছে। ছাত্র জনতার উপস্থিতিতে পালিয়ে গেছে ওই প্রতারক চক্র। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকালে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের জয়মনিরহাট বাজারের ছোটখাটামারী গ্রামে।
জানা গেছে, দু‘দিন পূর্বে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে মিজানুর রহমান (রানু চৌধুরী) একটি বাড়ি ভাড়া নেয় প্রতারক চক্রটি। ওই বাড়ির সামনে ‘বাংলাদেশ কমিটি পুলিশ’ এর একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। বুধবার (৭ আগষ্ট) জয়মনিরহাট ইউনিয়নে বাংলাদেশ কমিটি পুলিশের ব্যানারে জনবল নিয়োগ দেয়ার জন্য উপজেলার বিভিন্ন স্থানে যুবকদের কাছে ভোটার আইডি সহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে মাইকিং করে প্রচারনা চালায়। চাকুরির আশায় পরদিন বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকালে শতাধিক ছাত্র জনতা সেখানে উপস্থিত হয়। পরে কর্তব্যরত কাউকে না পেয়ে প্রতারক চক্রটির সাইনবোর্ড ভাংচুর করে।
বাসা মালিক মিজানুর রহমান জানান, দু‘দিন আগে স্থানীয় মুখচেনা দু‘জন একজন অষ্টমীর ঘাট এলাকার ও অপরজন কুড়ার পাড় এলাকার ভুরুঙ্গামারীর জামতলায় পাহরাদাড়ের কাজ করে তারা এসে ঘর ভাড়া চাইলে স্থানীয় গ্রাম পুলিশ কুদ্দুছ দফাদারকে জিজ্ঞাস করে ভাড়ার আলাপ আলোচনা করাবস্থায় চুক্তিপত্র হওয়ার পূর্বেই তারা বাসার সামনে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে বৃহস্পতিবার (৮ আগষ্ট) চুক্তিপত্র করে ভাড়া দিবেন বলে জানায়। পরে ওই দিন সকালে ছাত্র জনতার উপস্থিতি দেখে ওই দুই প্রতারক পালিয়ে যায়। তাদের না পেয়ে উত্তেজিত ছাত্র জনতা সাইনবোর্ড সহ কিছু আসবাব পত্র ভাংচুর করে।
এ ব্যাপারে গ্রাম পুলিশ কুদ্দুছ দফাদারকে জিজ্ঞাসা করলে তিনি ঘর ভাড়া দেয়ার ব্যাপারে অবগত নন বলে জানান।
এ ঘটনায় জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ঘটনাটি সম্পর্কে কিছুই জানেন না বলে জানান।
The post ভুরুঙ্গামারীতে সাইনবোর্ড ঝুলিয়ে প্রতারনার চেষ্টা appeared first on কুড়িগ্রাম প্রতিদিন.