kurigrampratidin
9 mins ago
জেলার খবর, প্রচ্ছদ
7 Views
এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সাংবাদিকগনের সাথে মৎস্য দপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ’নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল ১১ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা রিসোর্স ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাকটর আতিকুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা: আঃ জলিল সরকার, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সম্পাদক এমদাদুল হক মন্টু, সাংবাদিক এ এস খোকন, নাহিদ হাসান, আরমান হোসেন. সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে মৎস্য খাত একটি সম্ভবনাময় খাত। বর্ধিত জনগোষ্ঠির প্রাণিজ আমিষের চাহিদা পূরনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন, বৈদেশিক মুদ্রা অর্জন, বেকারত্ব দূরীকরন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে মৎস্য খাত তাৎপর্যপূর্ন অবদান রেখে চলছে। এ উপজেলায় মাছের উৎপাদন ৪ হাজার ৮শ ৭৫ মেঃটন, চাহিদা ৫ হাজার ৭০ মেঃটন। ঘাটতি রয়েছে ১শ ৯৫ মেঃটন যা আগামীতে মাঠ পর্যায়ে চাষীদের নিবিড়ভাবে পরামর্শ দিয়ে এবং উন্মুক্ত জলাশয়গুলোর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ঘাটতি পুরনে সক্ষম হবো এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করবে মৎস্য দপ্তর।
২০২২-০৭-২৩