ভুরুঙ্গামারীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে প্রশিক্ষন – কুড়িগ্রাম প্রতিদিন

ভুরুঙ্গামারীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে প্রশিক্ষন – কুড়িগ্রাম প্রতিদিন

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ উপলক্ষে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীগনের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে ভুরুঙ্গামারী সরকারী কলেজ হলরুমে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীগনকে প্রশিক্ষন প্রদান করেন ভুরুঙ্গামারী উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমান ও রৌমারী উপজেলা নির্বাচন অফিসার এমদাদুল হক।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের হালনাগাদে ২০০৭ সালের ১ জানুয়ারী বা তার পূর্বে যাদের জন্ম অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারী পর্যন্ত যে সব ব্যক্তির বয়স ১৮ বছর পূর্ণ হবে বা বেশি হবে অথচ ভোটার তালিকা হালনাগাদের বিগত কার্যক্রমে বাদ পড়েছেন তাদের সব তথ্য সংগ্রহ করা হবে। এ উপজেলায় তথ্যসংগ্রহকারীগন আগামী ৭ আগষ্ট থেকে ২৮ আগষ্ট পর্যন্ত বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করবেন।




Check Also




লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় লালমনিরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রহিম …

Explore More Districts