ভুরুঙ্গামারীতে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিন ব্যাপি কর্মশালা – কুড়িগ্রাম প্রতিদিন

ভুরুঙ্গামারীতে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিন ব্যাপি কর্মশালা – কুড়িগ্রাম প্রতিদিন

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ভুরুঙ্গামারীতে প্রধান মন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে এডিসি (রেভিনিউ) উত্তম কুমার রায় ও উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম। নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসুচি ও সবার জন্য বিদ্যুৎ । প্রধানমন্ত্রীর এই ১০টি উদ্ভাবনী কর্মসুচি বাস্তবায়নে অসুবিধা এবং তা দূরীকরনে গ্রæপ ভিত্তিক সুপারিশ পত্র তৈরী করা হয়।

Explore More Districts