ভুরুঙ্গামারীতে জেলা প্রশাসকের পুজা মন্ডপ পরিদর্শন

ভুরুঙ্গামারীতে জেলা প্রশাসকের পুজা মন্ডপ পরিদর্শন

ভুরুঙ্গামারীতে জেলা প্রশাসকের পুজা মন্ডপ পরিদর্শন

ভুরুঙ্গামারীতে জেলা প্রশাসকের পুজা মন্ডপ পরিদর্শন

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জেলা প্রশাসক নুসরাত সুলতানা উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন। শনিবার (১২ অক্টোবর) রাতে তিনি ভুরুঙ্গামারী বাজার সার্বজনীন দূর্গা মন্দির ও পার্থ সারথী ট্রেডিং লি: পুজা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান , ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, সহকারী কমিশনার ভূমি তাহমিদুল ইসলাম, অফিসার ইনচার্জ জিল্লুর রহমান।

৯ অক্টোবর, বুধবার সন্ধ্যায় ষষ্ঠী বোধনের মাধ্যমে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে শুরু হয়েছে পূজার মূল আনুষ্ঠানিকতা। ধর্মীয় সম্প্রীতির মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব।

এ উপলক্ষ্যে বর্ণিল সাজে সাজানো হয়েছে প্রতিটি পূজামণ্ডপ। ধর্মীয় সম্প্রীতি, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য প্রতিটি মণ্ডপে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেকটি মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করছে আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ ও পুলিশ সদস্যরা।

উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার সাহা জানান, উপজেলায় এবারে ২২টি মণ্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। পুজার সময় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পাশাপাশি পুজা কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল সহ সিসি ক্যামেরা ও নিজস্ব বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করছি প্রতি বছরের ন্যায় উৎসব মুখর পরিবেশে নির্বিঘ্নে সফলভাবে পূজা সম্পন্ন করতে পারবো।

স্বর্গীয় হিরালাল সাহা দুর্গা মন্দিরের মন্টেন চন্দ্র সাহা জানান, উপজেলায় সুষ্ঠু ও সুন্দরভাবে পুজা উদযাপিত হচ্ছে। পুলিশ সদস্যের পাশাপাশি আনসার, ভিডিপি গ্রাম পুলিশ মন্দিরগুলোতে সরাসরি নিরাপত্তার দায়িত্ব পালন করছেন, এছাড়াও বিজিবির টহল টিমও সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছেন।

আগামী ১৩ অক্টোবর রবিবার বিজয়া দশমী শোভাযাত্রা ও দেবী দুর্গার বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে ৫ দিন ব্যাপী এ দুর্গোৎসব।

Explore More Districts