kurigrampratidin
14 mins ago
জেলার খবর, প্রচ্ছদ
16 Views
এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুন) সকাল ১১.৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) খাইরুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ আঃ জলিল সরকার, হেলথ ইনসপেক্টর গোলাম সরোয়ার রাঙ্গা প্রমুখ।উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, আগামী ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রংঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রংঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
২০২২-০৬-১১