ভুরুঙ্গামারীতে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভুরুঙ্গামারীতে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ অক্টোবর বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান, প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, শিক্ষক ময়নাল হক, আব্দুল লতিফ, গনেশ চন্দ্র প্রসাদ, তোফাজ্জল হোসেন, সাইফুর রহমান, জাহাঙ্গীর আলম রতন, জামাল উদ্দিন, নুর মোহাম্মদ, মনিরুজ্জামান, আঃ খালেক, সাদেকুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সাধারণ সম্পাদক খালেদ হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্ধারিঝাড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোজাদুল হক।
এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।