ভিসা নিষেধাজ্ঞা আমাদের ব্যাপারে না: নজরুল ইসলাম খান

ভিসা নিষেধাজ্ঞা আমাদের ব্যাপারে না: নজরুল ইসলাম খান

ভিসা নিষেধাজ্ঞা আমাদের ব্যাপারে না: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা বিএনপির ব্যাপারে নয়। এটি আওয়ামী লীগের ব্যাপারে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরে এক দফা দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশটির আয়োজন করে ১২ দলীয় জোট।

নজরুল ইসলাম খান বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটা প্রহসন করার চেষ্টা করছে সরকার। আমরা যে আন্দোলন করছি, সেটি সুষ্ঠু নির্বাচন আদায় করার জন্য। কাজেই ভিসা নিষেধাজ্ঞা আমাদের (বিএনপি) ব্যাপারে না, এটা তাদের (আওয়ামী লীগ) ব্যাপারে।

এসময় জেপি’র (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, রাজপথে রক্ত দিয়ে হলেও সরকারের পতন ঘটনাে হবে। আপনার পতন কেউ ঠেকাতে পারবে না।

/এনকে

Explore More Districts