ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোবারক হোসেন ও পোগলদিঘা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামানের (রিপন) বিরুদ্ধে এই টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ছড়িয়ে পড়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, একটি কক্ষের মধ্যে ওই ইউপি সদস্য ও ওই বিএনপি নেতা টেবিলের সামনে বসে আছেন। ভিজিডির কার্ডধারীরা বিএনপির নেতার হাতে টাকা ও বই দিচ্ছিলেন। এই বিএনপি নেতা ওই টাকা ও বই ইউপি সদস্যের হাতে দিচ্ছিলেন। টাকা বুঝে পেয়ে ইউপি সদস্যকে বইয়ের মধ্যে কিছু একটা লিখে আবারও ওই বিএনপি নেতা কার্ডধারীকে দিচ্ছিলেন।
ভিডিওতে কোনো এক কার্ডধারী বলছিলেন, ‘কত টাকা?’ তখন ওই কক্ষে থাকা লোকজন বলছিলেন, ‘২০০ টাকা করে।’ তখন ওই কার্ডধারী বলছিলেন, তাঁর কাছে টাকা নাই। তখন ওই কক্ষে থাকা লোকজনকে বলতে শোনা যাচ্ছিল, ‘একবারে ৬ হাজার টাকার চাল পাইতেছ আর ২০০ টাকা দিতে পারবা না।’
এই বিষয়ে একজন ভিজিডির কার্ডধারীর সঙ্গে যোগাযোগ করা হয়। টাকা নেওয়ার বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘খরচের কথা বলে উনারা ২০০ করে টাকা নিয়েছেন। সবার কাছ থেকেই নিয়েছেন। তাই আমিও দিয়েছি।’