আন্দোলনরত শিক্ষার্থীরা ওই শিক্ষককে পুনর্বহাল এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপপ্রচারকারীদের শাস্তির দাবি জানিয়েছেন। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেন তাঁরা।
আন্দোলনরত এক ছাত্রী বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তিনি ছাত্রীদের ড্রেসকোড মানতে বলেছিলেন। তাই তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
প্রাক্তন এক ছাত্রী আনিসা করিম বলেন, ‘আমি ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। শুধু নাহার আপা নন, অন্য শিক্ষকেরাও কখনো আমাদের হিজাব নিয়ে কোনো কথা বলেননি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই, যেসব গণমাধ্যমসহ যাঁরা আপার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়িয়ে তাঁর মানহানির চেষ্টা করছেন, তাঁদের বিচার চাই।’