আসিফ ইকবালের কথায় গানটির সংগীত আয়োজন করেছেন আকাশ সেন। তালিকার ষষ্ঠ স্থানে থাকা এই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম ও কোনাল। গানটি দেখা হয়েছে ৩ কোটি ৬৮ লাখ বারের বেশি।
‘তাঁতী’
কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের প্রথম গান ‘তাঁতী’। ১৩ এপ্রিল প্রকাশ পাওয়া গানটি পরিবেশন করেছেন শায়ান চৌধুরী অর্ণব, গঞ্জের আলী ও লুইস অ্যান্থনি, যিনি ‘ওলি বয়’ নামে পরিচিত। শতরূপা ঠাকুরতা রায়, গঞ্জের আলী ও লুইস অ্যান্থনির লেখা এই গান প্রযোজনা করেছেন তৃতীয় সিজনের মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব। সেরা দশের তালিকার ৭ম স্থানে থাকা গানটি দেখা হয়েছে ২ কোটি ২১ লাখ বারের বেশি।