শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের তথ্যমতে, ভাসানচরে রোহিঙ্গাদের পাঠানোর এটি ২৪তম ধাপ। ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো হয়েছিল।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান ২৪তম ধাপে রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর ৪টি জাহাজ বিকেলের মধ্যেই ভাসানচরে পৌঁছানোর কথা রয়েছে।
গতকাল বিকেলে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে কথা হয় ভাসানচরে যাওয়ার উদ্দেশে অপেক্ষারত আলী আহমদের সঙ্গে। তিনি এত দিন বালুখালী আশ্রয়শিবিরে ছিলেন। স্ত্রী ও পাঁচ ছেলে-মেয়েকে নিয়ে ভাসানচরে যাচ্ছেন। আলী আহমদ বলেন, ‘এখানে (উখিয়ায়) অনেক সমস্যা। সন্ত্রাসীরা যখন-তখন ভয়ভীতি প্রদর্শন করে, চাঁদা আদায় করে। খুন, চাঁদাবাজি, অপহরণের ঘটনা লেগেই আছে। তা ছাড়া বর্ষায় পাহাড়ধসের ঝুঁকি নিয়ে ঝুপড়িতে থাকতে হয়। তাই স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছি।’