অন্যদের ব্যর্থতায় নয়, বরং নিজের যোগ্যতায় জাতীয় দলে সুযোগ পেতে চান তারকা ওপেনার এনামুল হক বিজয়। আত্মবিশ্বাসের সাথে ‘দীর্ঘদিন ধরে ভালো করছেন’ বলে অভিহিত করেছেন তিনি।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে বিজয় বলেন, ‘ভালো তো লম্বা সময় ধরেই করছি। কেউ খারাপ করার পর আমাকে সুযোগ পেতে হবে এরকম না। নিজে ভালো খেলে বাংলাদেশ দলে সুযোগ পেতে চাই।’
Advertisment
যদিও জাতীয় দলে সুযোগ পাওয়ার বিষয়টি তিনি পুরোপুরি ছাড়ছেন জাতীয় দলের নীতিনির্ধারকদের ওপর। তবে যতদিন বেঁচে আছেন, ক্রিকেট খেলছেন, ততদিন ভালো করার চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান বিজয়।
তার ভাষায়, ‘আমাকে সুযোগ দিবে কি না এটা নির্বাচকদের ব্যাপার, বিসিবির ব্যাপার। আমি ভালো খেলার চেষ্টা করব, যতদিন ক্রিকেটকে জানেপ্রাণে ভালোবাসি, যতদিন বেঁচে আছি আরকি। বাদবাকি বিসিবির ওপর ছেড়ে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘তারা যেহেতু আমাদের অভিভাবক, অবশ্যই তারা ভালো বুঝবেন। বাংলাদেশ দলে আমাকে কতটা প্রয়োজন, কতটা কার্যকরী ভূমিকা ভালো করতে পারব এটা তারা ভালো বুঝবেন।’
২৮ বছর বয়সী এই ব্যাটার বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৪টি টেস্ট, ৩৮টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন। সর্বশেষ ২০১৯ সালে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন বিজয়। শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভরাডুবির পর দল থেকে বাদ পড়েন তিনি, আর সুযোগ পাননি।
হাতির আক্রমণে প্রাণ গেল দুই গ্রাউন্ডসম্যানের https://t.co/7nZnbsgZGH
— bdcrictime.com (@BDCricTime) December 9, 2021
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।