হিলি সংবাদাতাঃ অনুমতির মেয়াদ শেষ হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। ফলে গত ৩দিন ধরে দেশে পেঁয়াজের আমদানি হয়নি। আর একারণে বন্দরের মোকামে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫-৬ টাকা। আরও দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, দেশে এবার পর্যাপ্ত পেঁয়াজের আবাদ হয়েছে। ফলে কৃষকেরা যাতে ভালো দাম পাই সেজন্য সরকার গত ২৯ মার্চ পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। কিন্তু এপ্রিলে রমজান মাস শুরু হওয়ায় পেঁয়াজের সংকট বা দাম নিয়ে যেন অস্থিরতা সৃষ্টি না হয় একারণে সরকার বাজার স্বাভাবিক রাখতে ওইদিনই আবার নতুন করে আমদানির অনুমতি ৫ মে পর্যন্ত বাড়ায়।
এদিকে ঈদুল ফিতর, মে দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে হিলি স্থলবন্দরে ৬ মে পর্যন্ত ছুটি ঘোষনা করা হয়। ফলে ৭ মে থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হলেও গত ৩দিন থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।