ভারত ছেড়ে কোহলি-আনুশকা কেন লন্ডনে বসবাস করতে চান – DesheBideshe

ভারত ছেড়ে কোহলি-আনুশকা কেন লন্ডনে বসবাস করতে চান – DesheBideshe



ভারত ছেড়ে কোহলি-আনুশকা কেন লন্ডনে বসবাস করতে চান – DesheBideshe

মুম্বাই, ২৮ এপ্রিল – খ্যাতির বিড়ম্বনায় পড়েছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ক্রিকেটে রাজ করছেন কোহলি, বলিউড পাড়ায় দাপুটে চরণ আনুশকার। তাদের ঘিরে স্বাভাবিকভাবেই দর্শকদের আগ্রহ। তাতেই বিব্রত এই দম্পতি। সন্তানদের ভবিষৎ অনিশ্চিয়তা এবং স্বাধীন ভাবে চলতে ভারত ছেড়ে লন্ডনে থিতু হতে চান তারা।

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী চিকিৎসক ড. শ্রীরাম নেনে জানিয়েছেন এমন তথ্য। সম্প্রতি ইউটিউবার রণবীর আল্লাহাবদিয়ার সঙ্গে কথা প্রসঙ্গে নেনে বলেন, আনুশকার সঙ্গে তার কথা হওয়ার সময় একবার তিনি বলেছিলেন দেশ ছাড়বেন তারা।

নেনে বলেছেন, ‘কোহলি আর আনুশকা খুবই সজ্জন মানুষ। ওদের সঙ্গে কথা বলে বুঝেছি, ওরা লন্ডনে যেতে চাইছে। কারণ এখানে ওরা নিজেদের জীবনটা ঠিকভাবে উপভোগ করতে পারছে না। তারকাদের জীবন এমনই—যাই করুক না কেন, তা লাইম লাইটে চলে আসে। এতে এক ধরনের বিচ্ছিন্নতাও তৈরি হয়। ওরা শুধু চায়, ওদের সন্তানরা যেন সাধারণ পরিবেশে, স্বাভাবিকভাবে বড় হয়ে উঠতে পারে।’

২০১৭ সালে বিয়ের পিড়িতে বসেন কোহলি-আনুশকা। দুজনের ঘরে এসেছে দুটি সন্তান। কন্যাসন্তান ভামিকা এবং সদ্যোজাত পুত্র আকায়কে নিয়ে মুম্বাইয়ে বসবাস করেন তারা। ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, খুব শীঘ্রই এই দম্পতি দেশ ছাড়বেন। জোর চেষ্টাও নাকি চলছে। সেই গুঞ্জনের সত্যতা দিয়েছেন চিকিৎসক নেনে।

যদিও এখনও পর্যন্ত কোহলি বা আনুশকা কেউ এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে তারা বরাবরই সন্তানদের প্রাইভেসির বিষয়ে সচেতন। বেশ কয়েকবার এই ইস্যুতে সংবাদের শিরোনামও হয়েছেন।

আইএ/ ২৮ এপ্রিল ২০২৫

 



Explore More Districts