ভারতে ৯ জনকে মেরে ফেলা বাঘটি হত্যা করল পুলিশ

ভারতে ৯ জনকে মেরে ফেলা বাঘটি হত্যা করল পুলিশ

এই কর্মকর্তা আরও বলেন, দুটি হাতিতে করে দুটি দল জঙ্গলের ভেতরে প্রবেশ করে। অপর একটি দল বাইরে নির্দিষ্ট একটি স্থানে ছিল। ধারণা করা হচ্ছিল, তাড়া খেয়ে সেখান থেকেই বাঘটি বের হবে। পরে বেলা সোয়া তিনটায় বাঘটিকে গুলি করা হয়।

বিশ্বের মোট বাঘের ৭০ শতাংশের বেশি রয়েছে ভারতে। ২০১৯ সালে দেশটির সরকারের দেওয়া তথ্য বলছে, প্রতিবছর ভারতে বাঘের আক্রমণে ৪০ থেকে ৫০ জনের মৃত্যু হয়।

Explore More Districts