ভারতে সংশোধিত ওয়াক্‌ফ আইন নিয়ে কী নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট

ভারতে সংশোধিত ওয়াক্‌ফ আইন নিয়ে কী নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট

একই সঙ্গে সুপ্রিম কোর্ট বলেন, কেন্দ্রীয় ওয়াক্‌ফ কাউন্সিল ও রাজ্য ওয়াক্‌ফ বোর্ডের মুখ্য পরিচালক মুসলিম হওয়াই বাঞ্ছনীয়।

ভারতে ওয়াক্‌ফের অধীনে ৮ লাখ ৭০ হাজার সম্পত্তি রয়েছে। ওয়াক্‌ফ বোর্ডগুলোর নিয়ন্ত্রণে রয়েছে ৯ লাখ ৪০ হাজার একর জমি, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার কোটি রুপি।

তবে ওয়াক্‌ফের অধীনে থাকা জমি, বাড়ি বা স্থাপত্য বিক্রি করা যায় না। চিরকাল ইজারাও দেওয়া যায় না। ভারতীয় রেল ও সশস্ত্র বাহিনীর পর ওয়াক্‌ফ বোর্ডগুলোই তৃতীয় বৃহত্তম জমির মালিক। ভারতে ওয়াক্‌ফ বোর্ডের সংখ্যা ৩০।

Explore More Districts