ভারতে তীর্থযাত্রীদের বহনকারী বাস খাদে, নিহত ২২

ভারতে তীর্থযাত্রীদের বহনকারী বাস খাদে, নিহত ২২

ভারতের উত্তরাখন্ডে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পরে গেছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছে। রবিবার (৫ জুন) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।খবরে বলা হয়েছে, ২৮ জন যাত্রী নিয়ে বাসটি যমুনোত্রীর পথে ছিল।কর্মকর্তাদের বরাত দিয়ে ইন্ডিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ তীর্থযাত্রী নিয়ে মধ্য প্রদেশের পান্না জেলা থেকে আসা বাসটি রবিবার উত্তরাকাশি জেলার দামতার কাছে এক খাদে পরে যায়।ডিজিপি অশোক কুমার বলেন, নিহত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহত ৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ এবং এসডিআরএফ ঘটনাস্থলে আছে।এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এক টুইট বার্তায় মোদি বলেছেন, রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে সমস্ত সহায়তায় জন্য নিযুক্ত রয়েছে।

Explore More Districts