ভারতের স্পিন-ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার ব্যাটিং-ধস

ভারতের স্পিন-ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার ব্যাটিং-ধস

গোল্ডকোস্টের কারারা ওভালে রান তাড়ায় অস্ট্রেলিয়া ভালো শুরু এনে দিয়েছিলেন ম্যাথু শর্ট ও মিচেল মার্শ। শর্ট ১৯ বলে ২৫ রান করে আউট হয়ে যাওয়ার পর জশ ইংলিসকে নিয়ে জুটি গড়েন অধিনায়ক মার্শ।

কিন্ত নবম ওভারের পঞ্চম বলে ইংলিস অক্ষর প্যাটেলের বলে এলবিডব্লু হতেই হুড়মুড় করে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। অক্ষর, বরুণ ও সুন্দর—ভারতের সব স্পিনারের বলেই রান তুলতে হিমশিম খেয়েছেন টিম ডেভিড, জশ ফিলিপেরা।

অক্ষর ৪ ওভারে ২০ রানে নেন ২ উইকেট। শেষ দিকে মাত্র ১.২ ওভার হাত ঘুরিয়ে ৩ রান দিয়ে ৩ উইকেট নেন সুন্দর। বরুণের শিকার ২৬ রানে ১ উইকেট। মাঝে পেস বোলিং অলরাউন্ডার দুবে কিছুটা রান খরচ করলেও মূল্যবান ২ উইকেট (মার্শ ও ডেভিড) শিকার করেন।

Explore More Districts