ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতি ঢুকবে না: অর্থ উপদেষ্টা

ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতি ঢুকবে না: অর্থ উপদেষ্টা

বাজারে সয়াবিন তেলের দাম বেড়ে গেছে। তা কীভাবে ও কতটুকু কমিয়ে আনা যায়, সেটি নিয়ে আলাপ চলছে বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘এরই মধ্যে আমদানি হচ্ছে। আমরা তো সবকিছুর শুল্ক কমিয়ে দিয়েছি। একটু ধৈর্য ধরুন।’

শুল্ক কমানোর প্রভাব তো পড়ছে না—এমন প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, ‘সেটাই তো আমার জন্য চিন্তার ব্যাপার। সবকিছু তো শূন্য শুল্ক করে দিয়েছি।’

অর্থ উপদেষ্টা বলেন, সরবরাহ ব্যবস্থার ভেতরে অনেক ব্যাপার আছে। এতে বহু লোক জড়িত। পরিবহনের ব্যাপারও আছে। আছে বাজারের ব্যাপার। পণ্য আনলাম, গুদামে রয়ে গেল… সেগুলো তো ভোক্তার কাছে যেতে হবে।’

বাজারে পাঁচ লিটার বোতলের সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, এটায় একটু সমস্যা আছে। সয়াবিনের দাম বাইরে অনেক বেড়ে গেছে। তিনি বলেন, সিন্ডিকেট তো এক জায়গায় না। চাঁদাবাজির সিন্ডিকেট আছে, পরিবহনে সিন্ডিকেট আছে, রাজনৈতিক সিন্ডিকেটও আছে।

Explore More Districts