ভারতের ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবেই দায়িত্ব ছেড়েছেন কোহলি

ভারতের ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবেই দায়িত্ব ছেড়েছেন কোহলি

ভারতের সাবেক পেসার ইরফান পাঠান বলছেন, বিশ্বকাপ জেতাটা হবে অধিনায়ক কোহলির জন্য উপযুক্ত বিদায়, ‘অবশ্যই বিশ্বকাপের পর বিরাট কোহলির নেতৃত্ব ছাড়ার ঘোষণায় অবাক হয়েছি। ভারত বিশ্বকাপ জিতে তাকে শ্রদ্ধা জানাবে, তার সাফল্যের ধারা অব্যাহত থাকবে, এটা দেখার অপেক্ষায় থাকলাম।’

কোহলির অনুপস্থিতিতে বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়ে ভারতকে ১৫ ম্যাচ জিতিয়েছেন রোহিত শর্মা। কোহলি নিজের দেওয়া বিবৃতিতেই ইঙ্গিত দিয়েছেন, টি-টোয়েন্টিতে তাঁর পর নেতৃত্ব নিতে পারেন রোহিতই। তাঁকে ‘দলের নেতৃত্ব দেওয়া গ্রুপের গুরুত্বপূর্ণ অংশ’ হিসেবে উল্লেখ করেছেন কোহলি। এমনিতেও আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ানসের এখনকার অধিনায়ক রোহিত।

Explore More Districts