ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রশংসায় যে বার্তা দিলেন অমিত শাহ – DesheBideshe

ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রশংসায় যে বার্তা দিলেন অমিত শাহ – DesheBideshe



ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রশংসায় যে বার্তা দিলেন অমিত শাহ – DesheBideshe

নয়াদিল্লি, ০৭ মে – দেশের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স-এ দেওয়া একটি পোস্টে প্রশংসা করে বলেছেন, তিনি তাদের জন্য গর্বিত।

পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে দেশটির মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে। ভারত এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। ২৫ মিনিট ধরে এই হামলা চালানো হয়।

হামলার বিষয়ে এক্স-এ অমিত শাহ লিখেছেন, মোদি সরকার ভারত এবং তার জনগণের উপর যেকোনো আক্রমণের উপযুক্ত জবাব দিতে বদ্ধপরিকর। ভারত সন্ত্রাসবাদকে তার মূল থেকে নির্মূল করার জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসঙ্গে উভয় দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি। ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে চীনও।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৭ মে ২০২৫



Explore More Districts