ভারতীয় একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী গৃহবন্দী! এসব সংবাদে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। এমনকি চঞ্চল বা তাঁর ঘনিষ্ঠ কারও বক্তব্যও দেওয়া হয়নি। ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশ্যে আসার পর তা নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ১১ ডিসেম্বর সন্ধ্যা থেকেই ভারতের বিভিন্ন গণমাধ্যমের মধ্যে হিন্দুস্তান টাইমস, সংবাদ প্রতিদিন, নিউজ১৮–সহ আরও কয়েকটি সংবাদমাধ্যমের অনলাইনের বাংলা সংস্করণে এমন সংবাদ প্রকাশ করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, খবরটি ভিত্তিহীন। খবরটি নজরে এসেছে চঞ্চল চৌধুরীর ভক্ত-শুভাকাঙ্ক্ষী সবার। ভারতীয় গণমাধ্যমের দায়িত্বজ্ঞানহীন সংবাদ প্রকাশের সমালোচনা করেন তাঁদের অনেক। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে চঞ্চল চৌধুরী হোয়াটসঅ্যাপে জানিয়েছেন,‘আমি নিরাপদে আছি, ওগুলো মিথ্যে খবর।’ উড়িয়ে দেন গৃহবন্দী থাকার কথা।
