ভান্ডারিয়ায় ৫ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক জব্দ, জরিমানা

ভান্ডারিয়ায় ৫ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক জব্দ, জরিমানা

১৮ October ২০২৪ Friday ১২:৫৪:৩৫ PM

Print this E-mail this


ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

ভান্ডারিয়ায় ৫ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক জব্দ, জরিমানা

পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান চালিয়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের কীটনাশক ব্যবসায়ী আব্দুস সালামের বসতবাড়ির গুদামে গোপন খবরে ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নিষিদ্ধ কীটনাশক জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ কীটনাশক মজুদ ও বাজারজাত করণের অভিযোগে ব্যবসায়ী আব্দুস সালামকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।  

অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর সূত্রে জানা গেছে, ১০ বছর আগে কৃষির জন্য কীটনাশক ডায়াযনীন-১০ ও বাসুডিন-১০ সহ বেশ কিছু কীটনাশক পাউডার সরকার ক্ষতিকর বলে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এসব ওষুধ মজুদ করে নিরীহ কৃষকের মধ্যে সরবরাহ করে আসছিলেন -এমন গোপন সংবাদ পেয়ে ভান্ডারিয়ার হরিণপালা গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কীটনাশক জব্দ করা হয়। এ সময় কীটনাশক ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ কীটনাশকগুলো বিনষ্ট করা হয়।

স্থানীয় কীটনাশক ও সার বিক্রেতা মো. আব্দুস সালাম যশোরের অভয়নগরের মেসার্স নবী এন্টারপ্রাইজ থেকে সংগ্রহ করে নিজ গুদামে মজুদ করে স্থানীয় কৃষকদের সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে। 

সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, অভিযুক্ত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts