৬ September ২০২৫ Saturday ৭:১০:২৭ PM | ![]() ![]() ![]() ![]() |
ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরে ভান্ডারিয়ায় একটি খাল থেকে মো. ইব্রাহীম (৩২) হাওলাদার নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ১নম্বর ভিটাবাড়ীয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দিনমজুর ইব্রাহীম ওই ওয়ার্ডের মৃত গণী হাওলাদারের ছেলে এবং দুই শিশু সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ইব্রাহীম ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মহারাজ মাস্টারের বাড়ির নারিকেল গাছ পরিষ্কারের জন্য একটি গাছে ওঠে। এসময় দুর্ঘটনাবশত পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নিচে একটি খালে পড়ে তার মৃত্যু হয়। তবে ঘটনাস্থলে কেউ না থাকায় বিষয়টি কেউ বুঝতে পারেনি। রাত পর্যন্ত সেই খালেই মৃত অবস্থায় পড়েছিল ইব্রাহীম রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে।
৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছিদ্দিকুল ইসলাম তালুকদার জানান, ছেলেটি আমাদের এলাকাসহ বিভিন্ন এলাকায় নারিকেল গাছ বাছাইয়ের জন্য দিনমজুর হিসেবে কাজ করত। তার আড়াই বছর ও তিন মাসের দুটি ছেলে সন্তান আছে। ছেলেটি অত্যন্ত ভালো ছিল। শুক্রবার দুপুরে গাছ বাছাইয়ের জন্য মাস্টারের (মহারাজ) বাড়িতে গিয়ে নারিকেল গাছে ওঠে এবং গাছের উপর পল্লী বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে স্থানীয় ফরাজি বাড়ির খালে পড়ে যায়। আশেপাশে কোনো মানুষ না থাকায় খালেই মৃত অবস্থায় পড়ে থাকে। খোঁজ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশে খবর দেয়।
ইউনিয়নের চেয়ারম্যান খান এনামুল করিম পান্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা পুলিশকে জানিয়েছি। ঘটনাস্থলে পুলিশ এসেছে।
ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |