| ১১ October ২০২৫ Saturday ৮:৩৬:১৬ PM | |
কমিশন বাণিজ্য, আটকে থাকে ফাইল
ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

গত ৭ সেপ্টেম্বর পত্রিকায় ভান্ডারিয়া পরিবার পরিকল্পনা দপ্তরের পারিশ্রমিক-ভ্রমণ ভাতায় কমিশন বানিজ্য, আটকে থাকে ফাইল শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রকাশের পর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তুহিন কান্তি ঘোষ, পরিবার পরিকল্পনা সহকারী হাসিনা খানমকে ভান্ডারিয়া থেকে নেছারাবাদ বদলির আদেশ প্রদান করেন।
যাহার স্বারক নং ৫৯.১১. ৭৯০০. ০০০. ০৩৪. ২৭. ০০০১. ২৫-৫৪৭, তারিখ ০৭/১০/২৫ তাকে প্রশাসনিক কারণ উল্লেখ করে বদলি করা হয়। এঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলে উপ-পরিচালক তুহিন কান্তি ঘোষ নির্দেশ প্রদান করেন।
তদন্ত কমিটির প্রধান হচ্ছেন পিরোজপুর পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (সাধারণ) সিরাজুল ইসলাম। তাকে আহবায়ক করে পিরোজপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) মো. আবুল কালাম আজাদকে (সদস্য) এবং পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। উক্ত তদন্ত কমিটিকে ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের নিদের্শ দেওয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, কর্মচারীদের মধ্যে হাসিনা খানমকে বদলি করে তাকে সেভ করার জন্য দুর্নীতির বিচার না করে তাকে অন্যত্র বদলি করা হয়। এদিকে তদন্ত কমিটি গত বৃহস্পতিবার ভান্ডারিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অফিস পরিদর্শন করে কর্মচারীদের বিভিন্ন সাক্ষাৎ গ্রহণ করেন।
এসময় বিভিন্ন মাঠ কর্মচারীদের তদন্ত কর্মকর্তা হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখান যাতে কর্মকর্তার বিরুদ্ধে কোন অভিযোগ না করে। এবং তদন্ত টিম ভান্ডারিয়ার আগের দিন রাতে একটি টেবিল ক্রয় করে রাতে কর্মকর্তার কক্ষে প্রবেশ করান। গত অর্থ বছরে একটি টেবিল প্রায় অর্ধলাখ টাকায় ক্রয় করলে সেই টেবিলটি অফিস থেকে ওই রাতে উধাও হয়ে যায়। সঠিকভাবে তদন্ত করলে থলের বিড়াল বেড়িয়ে আসবে।
এদিকে শিল্পী হাওলাদার আসবাবপত্র ক্রয় কমিটির একজন সদস্য ভান্ডারিয়া উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. রুহুল আমিন তার স্বাক্ষর জাল করে বিল ভাউচার উত্তোলন করেন। যা তদন্ত করলে উক্ত কর্মকর্তার স্বাক্ষর তিনি প্রদান করেন নাই। এবং বিল ভাউচারে কোন কিছুই তিনি জানে না। বলে এ প্রতিবেদকে জানান।
মাঠ কর্মচারিদের দাবি জেলা তদন্ত ছাড়া যে কোন তদন্ত করলে সঠিক বিষয়টি বেড়িয়ে আসবে বলে তারা মনে করেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

