ভাড়ার কথা বলে পিকআপ চালককে ডেকে নিয়ে ছিনতাই – দৈনিক আজাদী

ভাড়ার কথা বলে পিকআপ চালককে ডেকে নিয়ে ছিনতাই – দৈনিক আজাদী

নগরীর আকবরশাহ্‌ থানা এলাকায় এক পিকআপ চালককে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে ঈসা মোল্লা নামে এক পিকআপ চালককে সাদ্দাম প্রকাশ শাহাদাত নামে এক যুবক গাড়ি ভাড়ার কথা বলে শাপলা আবাসিক এলাকায় ডেকে নেন। রাত ৯টায় চালক সেখানে গেলে তাকে ছয়জন মিলে টেনেহিঁচড়ে কলাবাগানের ভিতর নিয়ে যায়। এরপর তাকে ইলেকট্রিক শক দিয়ে ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি মামলা রুজু করার পর রাতেই শাপলা আবাসিক এলাকা থেকে ৪ ছিনতাইকারীতে গ্রেপ্তার করে পুলিশ। শাপলা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তারকৃত ৪ ছিনতাইকারী হলোরাকিব হোসেন (২১), সাকিব হোসেন (২১), সাদ্দাম হোসেন প্রকাশ শাহাদাত (২১) ও মো. করিম প্রকাশ অভি (২২)। আকবরশাহ থানা পুলিশ জানায়, ছিনতাই কাজে ব্যবহৃত ইলেকট্রিক শক মেশিন উদ্ধার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা টাকাও উদ্ধার করা হয়।

Explore More Districts