পুলিশ কর্মকর্তা রওনক জাহান বলেন, গতকাল ভোরে ইতালির ওই নাগরিক ঢাকায় নামেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে উত্তরা পশ্চিম থানার ১৯ নম্বর সেক্টরের প্রবাসী হোস্টেলে যেতে মোটরসাইকেল ভাড়া করেন তিনি। কিন্তু মোটরসাইকেলচালক তাঁকে হোস্টেলে না নিয়ে ১৫ নম্বর সেক্টরের মেট্রোরেল স্টেশনসংলগ্ন সেতুর পাশে নিয়ে যান। সেখানে ওই মোটরসাইকেলচালক ও আরেকজন মিলে তাঁর কাছ থেকে পাসপোর্ট, আইফোন, পরিচয়পত্র, ব্যাংক কার্ড এবং ৫০ ইউরোসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নেন।
