‘ভাইরাল মাসুদ’–এর পর ‘ফাঁদের প্রেমে’

‘ভাইরাল মাসুদ’–এর পর ‘ফাঁদের প্রেমে’

‘ফাঁদের প্রেমে’ নাটক প্রসঙ্গে পরিচালক তানভীর তারেক বলেন,‘যেহেতু দীর্ঘদিন গল্প-গদ্য লিখি, তাই নাটককে আমি মনে করি তার দৃশ্যবর্ণনা। দেড় যুগের বেশি সময় আগে আমি জয়ন্ত চট্টোপাধ্যায়, অপূর্ব, নাদিয়াকে নিয়ে একটি নাটক নির্মাণ করেছিলাম। কাকতালীয়ভাবে সেটিও ছিল ভালোবাসা দিবসেরই নাটক। এবারও নিজের লেখা ভালোবাসা দিবসের নাটক নিয়েই দর্শকের সামনে হাজির হচ্ছি। আশা করি, দর্শকেরা নাটকের গল্পে একধরনের নতুনত্ব পাবেন।’ পরিচালক জানান, ‘ফাঁদের প্রেমে’ নাটকে একটি রোমান্টিক গান থাকছে, যার কথা, সুর ও কণ্ঠ তানভীর তারেকের। গানটির সংগীত পরিচালনায় আছেন অভিজিৎ জিতু।

Explore More Districts