ভর্তিচ্ছুদের অভ্যর্থনা জানাতে গিয়ে হাতাহাতিতে শিবির-ছাত্রদল – Chittagong News

ভর্তিচ্ছুদের অভ্যর্থনা জানাতে গিয়ে হাতাহাতিতে শিবির-ছাত্রদল – Chittagong News

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে ভর্তিচ্ছুদের অভ্যর্থনা জানাতে গিয়ে হাতাহাতিতে জড়িয়েছেন শিবির-ছাত্রদলের নেতাকর্মীরা।  

শনিবার (৩১ মে) সকালে কলেজ গেটে এ ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষই একে অপরকে দোষাপোর করছেন।

জানা গেছে, সকালে আগ্রাবাদ কমার্স কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ছিল।

ভর্তিচ্ছুদের ফুল ও পানি দেওয়ার জন্য আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষ বাগ-বিতণ্ডা জড়ায়।

ছাত্রশিবিরের অভিযোগ, তাদের বসানো হেল্পডেস্কে ছাত্রদল হামলা করেছে। আর ছাত্রদল বলছে, কয়েকজনকর্মীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে শুধু।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় জানান, ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য ছাত্রশিবির কলেজের সামনে একটি হেল্প ডেস্ক স্থাপন করে। সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রদলের কয়েকজন কর্মী এসে হেল্প ডেস্ক বন্ধ করতে বলে এবং হুমকি দেয়। এরপর শিবিরের কর্মীরা কার্যক্রম চালিয়ে যেতে থাকলে ছাত্রদল হঠাৎ হামলা চালায়। এতে তিনজন আহত হন।

অন্যদিকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম জানান, কোনো হামলার ঘটনা ঘটেনি। আগে দাঁড়ানো নিয়ে ছেলেদের সাথে কথা কাটাকাটি হয়েছে শুধু। পরে দুই সংগঠনের কর্মীরা একসঙ্গে কাজ করেছে। হামলার অভিযোগ সঠিক নয়।

ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিকুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছে। হালকা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের পর্যাপ্ত উপস্থিতি থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিলো।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts