‘ভদ্র জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, ধরে পুলিশে দিল জনতা – দৈনিক আজাদী

‘ভদ্র জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, ধরে পুলিশে দিল জনতা – দৈনিক আজাদী

রাঙ্গুনিয়ায় ভদ্র জিনের বাদশা পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তবে এই জিন আসল জিন নয়, এটা মূলত ওমর ফারুক নামে এক ব্যক্তির ছদ্মনাম। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ রাজানগর তুপ্পার পাড়ে চাঁদা তুলতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।

স্থানীয়রা জানান, ভদ্র জিনের বাদশা নামে এই ব্যক্তি বৌদ্ধ থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জিন হাজিরের মাধ্যমে বিভিন্ন কিছু সমাধান করবে বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ধোঁকাবাজি করে আসছিল। কয়েকদিন আগেও তিনি এক শিক্ষককে আত্মীয়স্বজনকে দেওয়া ধারের টাকা ফেরত এনে দেবে বলে ৩০ হাজার টাকা আত্মসাৎ করেন। এরপর থেকে তিনি নিরুদ্দেশ হয়ে যান। সমপ্রতি তিনি তার মেয়ের বিয়ে দিবে বলে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চাঁদা নিচ্ছেন। শুক্রবার সোনারগাঁও এলাকায় চাঁদা নিতে গিয়ে জনতার হাতে আটক হয় স্বঘোষিত এই জিন।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Explore More Districts