মানিকগঞ্জে শাইজুদ্দিন নামের এক কৃষক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং দুজনের এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছাহের উদ্দিন নিহত শাইজুদ্দিনের আপন ছোট ভাই। এ দণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিহত শাইজুদ্দিন মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১২ জুন সকালে জমি-সংক্রান্ত বিরোধের জেরে শাইজুদ্দিনের ওপর হামলা চালান তার ভাই ও ভাতিজারা। এসময় বল্লমের আঘাতে ঘটনাস্থলেই মারা যান শাইজুদ্দিন।
এ ঘটনায় শাইজুদ্দিনের ছেলে আশিম আলী বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার বিচারক এ রায় দেন।
রায়ে দলিল উদ্দিন ও সেলিম উদ্দিন নামের দুই আসামিকে এক বছর করে কারাদণ্ড দেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নিরঞ্জন বসাক এসব তথ্য নিশ্চিত করেছেন।