ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ – News Tangail

ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ – News Tangail

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: ঘাটাইলের দেউলাবাড়ী ব্র্যাক কার্যালয়ে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বুধবার (১২ নভেম্বর) সকালে ৪০ জন নারী কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের মৌসুমী সবজি বীজ বিতরণ করা হয়েছে।

স্থানীয় সময় সকাল ১১টায় এই বীজ বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ব্র্যাকের পক্ষ থেকে কৃষকদের মধ্যে সরিষা, মূলা, বাঁধাকপি, ফুলকপি, কাঁচামরিচ, শিম, লাউ ও টমেটোসহ বিভিন্ন মৌসুম উপযোগী সবজি বীজ প্রদান করা হয়।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো প্রান্তিক কৃষকদের আয় বৃদ্ধি, তাদের পরিবারের পুষ্টির উন্নয়ন এবং স্থানীয় কৃষি অর্থনীতিকে শক্তিশালী করা। তাঁরা আরও আশাবাদ ব্যক্ত করেন যে উন্নতমানের বীজ ব্যবহারের ফলে ফসলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণও সহজ হবে।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দীর্ঘকাল ধরে দেশের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে আসছে।

বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বেশ কয়েকজন কর্মকর্তা। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ রেজাউল করিম, সহকারী শাখা ব্যবস্থাপক (দাবি) ডলি আক্তার এবং শাখা হিসাব কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

Explore More Districts