গতকাল ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস এর প্রতিষ্ঠাতা বিবিসিসিআই এর সাবেক সভাপতি এনাম আলী এমবিই কে অশ্রুসিক্ত বিদায় জানালেন শত শত মানুষ। তিনি গত শনিবার মারা গেছেন। গতকাল জুম্মার নামাজের পর ইস্ট লন্ডন মসজিদে জানাজার নামাজের পর এপসম কবরস্থানে তাকে দাফন করা হয়।
এনাম আলী বৃটেনে উপমহাদেশীয় কারি শিল্পের উন্নয়নে অগ্রণী ছিলেন। ব্রিটিশ কারি পুরস্কার প্রবর্তন করে তিনি বৃটেনে ব্যাপক সাড়া সৃষ্টি করতে সক্ষম হয়েছেন এবং ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটিতে জীবন্ত কিংবদন্তি হয়ে উঠেছেন।
লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে গত শনিবার লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন এনাম আলী। তার মৃত্যুতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বাঙালির মাঝে শোকের ছায়া। তার নামাজ ও জানাজার জন্য শত শত মানুষের ভিড়।
এনাম আলী এমবিই এর দাফন শেষে বিবিসিসিআই এর বোর্ড কক্ষে প্রথমে দোয়া মাহফিল এবং অবশেষে অফিস কক্ষে মরহুমার জীবন ও কাজ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিবিসিসিআই উপদেষ্টা সাবেক সভাপতি শাহাগির বখত ফারুক, সভাপতি বশির আহমেদ, সভাপতি নির্বাচিত সাইদুর রহমান রেনু, সিনিয়র সহ সভাপতি মহিব চৌধুরী, লন্ডন রিজিয়ন সভাপতি মনির আহমদ, অর্থ পরিচালক আতাউর রহমান কুটি, বিকল্প সভাপতি আলোচনা সভা ও দোয়া সভায় উপস্থিত ছিলেন সেক্টর ইউকে শাখা। রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি ও চার্চফিল্ড ওয়ার্ডে সাবেক লিব ডেম কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ওহিদ উদ্দিন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল, পরিচালক শফিক ইসলাম, পরিচালক মুসলেহ আহমেদ, পরিচালক আবুল কালাম আজাদ, পরিচালক সি সংসদ বিষয়ক আহমদ হাসান, কাউন্সিলর পারভেজ আহমদ, আলমগীর চৌধুরী, ওয়ারিশ আলী, রেজাউল ইসলাম চৌধুরী,সহ অন্যান্যরা।
বোর্ড কক্ষে দোয়া অনুষ্টানে উপস্থিত ছিলেন চ্যানেল এস চেয়ারম্যান ও বিবিসিসির পরিচালক আহমদ উস সামাদ চৌধুরী জেপি। বিশিষ্ট কমিউনিটি নেতা ও সিনিয়র সাংবাদিক এম. দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আবু তাহের চৌধুরী।