
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ এর একযুগে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে ও সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন।