ব্রাহ্মণবাড়িয়ায় উত্ত্যক্তের ঘটনার জেরে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় উত্ত্যক্তের ঘটনার জেরে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

পুলিশ, স্থানীয় লোকজন ও আহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মুন্সেফপাড়ায় উত্ত্যক্তের একটি ঘটনাকে কেন্দ্র করে সাগরের সঙ্গে মুন্সেফপাড়া বস্তি এলাকার ইমন ইসলামসহ কয়েকজন যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয় এবং এর সমাধানে মীমাংসার কথা ছিল। এর মধ্যে গত বুধবার মাগরিবের পর শহরের মুন্সেফপাড়া এলাকার ক্রিশ্চিয়ান মিশন মেমোরিয়াল হাসপাতালের দাঁড়িয়ে ছিলেন সাগর। ওই সময় আগের বিরোধের জেরে সাগরের ওপর হামলা চালান ইমন ইসলাম ও তাঁর লোকজন। একপর্যায়ে সাগরকে গুলি করে পালিয়ে যান তাঁরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাগরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

Explore More Districts