বান্দরবানে জেলা পুলিশ লাইন থেকে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল শনিবার সন্ধ্যায় ব্যারাকের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে আহত হওয়ার পর ওই পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে তাঁর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ওই পুলিশ সদস্যের নাম রাশেদুল ইসলাম (২৮)। জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি। তাঁর বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায়। জেলা পুলিশের কর্মকর্তাদের দাবি, কনস্টেবল রাশেদুল মানসিকভাবে অসুস্থ ছিলেন।