ব্যাক্তি নয়, আমরা সকলে ধানের শীষের নির্বাচন করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

ব্যাক্তি নয়, আমরা সকলে ধানের শীষের নির্বাচন করবো :  শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর সদর উপজেলার আওতাধীন ১৪টি ইউনিয়ন ও পৌর বিভিন্ন ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। ২২ অক্টোবর বুধবার বেলা ১১টায় ও বিকেল ৪টায় গতকাল মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তার বক্তব্যে বলেন, সভার কার্যক্রমের মাধ্যমে নির্বাচনী যাত্রা শুরু করলাম। আপনাদের দেখার বিষয় নয়, নির্বাচন কে করলো। আমরা সকলে ধানের শীষের নির্বাচন করবো। এখানে ব্যাক্তি ইম্পর্টেন্ট নয়। আমাদের পুলিং এজেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আপনাদের কাছে মনে হতে পারে নির্বাচনের অনেক সময় বাকি আছে। কিন্তু সময় বেশি নেই। সময় এমন একটি জিনিস অনেক তাড়াতাড়ি চলে যায়।

আমরা সবাই নিজেদের অবস্থান থেকে কাজ করলে চাঁদপুরের ৫টি আসনে জয় লাভ করবো।

তিনি আরো বলেন, মানুষের ছোট ছোট চাহিদা আমাদের নিজেদের উদ্যোগে পূরন করতে হবে। এবারের নির্বাচন মারামারি বা কেন্দ্র দখলের নির্ব্চন হবে না। এবার সাধারণ মানুষ অনেক দিনপর নিজের ভোট নিজে দিবে যাকে খুশি তাকে দিবে। বাজারে নয় আমাদের এখন বাড়িতে বাড়িতে যেতে হবে। আমাদের কাছে ভোটারের লিস্ট চলে এসেছে।

তিনি বলেন, মাদক ও চাঁদাবাজির বিষয়ে জিরো ট্রলারেন্স অবস্থায় রাখতে হবে। তাদের ধরে পুলিশের হাতে তুলে দিন। আমরা সবাই নিজেদের অবস্থান থেকে কাজ করলে চাঁদপুরের ৫টি আসনে জয় লাভ করবো। উপমহাদেশে একমাত্র জনপ্রিয় ব্যক্তি হলো বেগম খালেদা জিয়া। তাকে নিয়ে আমরা গর্বিত। আপনারা বিবেক খাটিয়ে কাজ করবেন। আমরা ভাই ভাই হিসেবে থাকলে কোন সমস্যা হবে না।

চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার তালিম পাঠান, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক স্বপন মাহমুদ, আশিকাটি সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপন, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খান, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিজি, সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক কাজী মাও. মো. ইসমাইল শেখ, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম মিয়াজী প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, অ্যাড. মনিরা বেগম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. মোশাররফ হোসাইন, অ্যাড. সামছুল ইসলাম মন্টু, আইন বিষয়ক সম্পাদক পিপি অ্যাড. কোহিনূর রশীদ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর আলম জুয়েল, মোহাম্মদ আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক পারভেজ খানসহ সদর উপজেলার আওতাধীন ১৪টি ইউনিয়ন ও পৌর বিভিন্ন ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

এছাড়াও বিকেল ৪টায় পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদের পরিচালনায় পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, সহ-সভাপতি আসহান উল্যাহ সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, ইমান আলী সিয়াজী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, শাহজালাল শেখ, পৌর যুবদলে আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল রাজ্জাক হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপন, সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীসহ পৌর বিএনপি আওতাধীন ১৫টি ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

স্টাফ রিপোর্টার/
২২ অক্টোবর ২০২৫

Explore More Districts