ব্যবস্থাপত্রে ‘মায়ের দুধের বিকল্প’ নাম লিখলেই চিকিৎসকের জেল জরিমানা ! |

ব্যবস্থাপত্রে ‘মায়ের দুধের বিকল্প’ নাম লিখলেই চিকিৎসকের জেল জরিমানা ! |
ব্যবস্থাপত্রে ‘মায়ের দুধের বিকল্প’ নাম লিখলেই চিকিৎসকের জেল জরিমানা ! |
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছেন, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।

 

রাজবাড়ী বার্তা ডট কম :

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৩ উপলক্ষে রাজবাড়ীর সিভিল সার্জনের কার্যালয়ে মাতৃদুগ্ধের গুরুত্ব, উপকারিতা এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ ও বিধি ২০১৭ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটোনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।

উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের বদিউজ্জামান, ডাঃ মোঃ জাফর হোসেন, মাহমুদুল বাশার, রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল হান্নান, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক আজমির হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। কর্মশালায় চিকিৎসক, সাংবাদিক, নার্স, ওষুধ ব্যবসায়ী, ক্লিনিক মালিকসহ সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বলা হয়, মায়ের দুধের কোন বিকল্প নেই। ৬ মাস পর্যন্ত নবজাতককে বুকের দুধ খাওয়াতেই হবে। কোন চিকিৎসক যদি নির্দিষ্ঠ কোন কারণ ছাড়া কোন ব্যবস্থাপত্রে বিকল্প দুধের নাম লেখেন তাহলে তা আইনত দন্ডনিয় অপরাধ। এ অপরাধে ৩ বছরের কারাদন্ড ও ৫ লাখ টাকা জরিমানাও হতে পারে।

Explore More Districts