৬ October ২০২৫ Monday ১২:০১:৩৯ PM | ![]() ![]() ![]() ![]() |
বোরহানউদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

মাদ্রাসাছাত্র ছানি হত্যার বিচারের দাবিতে ভোলার বোরহানউদ্দিনে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।
রোববার বেলা ১১টায় একটি বিক্ষোভ মিছিল পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে মানববন্ধন করেন তারা।
নিহত জাহিদুল ইসলাম ছানি উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের দিনমজুর মো. আকবর হোসেনের ছেলে ও পৌর ১ নং ওয়ার্ডের আল হেরা ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
মানববন্ধনে বক্তারা আইন-শৃঙ্খলা বাহিনীকে ২৪ ঘণ্টা আলটিমেটাম দিয়ে বলেন, এর মধ্যে যদি প্রকৃত অপরাধীকে আইনের আওতায় না আনা হয় তাহলে আরও কঠোর আন্দোলনের দিকে যাব।
এর আগে ছানির বাবা আকবর এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, গত ১৯ সেপ্টেম্বর তার ছেলে ও তার বন্ধু তানভীর পৌর ১ নং ওয়ার্ডের ভাড়া বাসার পাশে খেলা করছিল। এ সময় একই ওয়ার্ডের ফখরুল ইসলাম নামে ব্যক্তি তার ছেলে ও ছেলের বন্ধুকে সুপারি পাড়তে গাছে উঠায়। এ সময় গাছ থেকে পড়ে ছানি জ্ঞান হারিয়ে ফেলে। পরে ওই ব্যক্তি ছানিকে নির্জন বাড়ির মধ্যে নিয়ে গিয়ে কিছুক্ষণ পর ড্রেনের ওপর ফেলে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ২টার দিকে ছেলের বন্ধু তানভীরে দেওয়া তথ্য অনুযায়ী সুপারি গাছের পাশে ড্রেনের মধ্যে থেকে ছানির লাশ উদ্ধার করেন তারা।
জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি ছিদ্দিকুর রহমান যুগান্তরকে জানান, আমি আগেও বলেছি থানায় মামলা নেবো এখনো বলি মামলা নেবো। তারপরও কেন তারা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন, আমি বুঝতে পারছি না।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |