বোয়ালখালীতে ৩০০ লিটার মদসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার – Chittagong News

বোয়ালখালীতে ৩০০ লিটার মদসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার – Chittagong News

বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৩০০ লিটার চোলাই মদসহ মো. রুস্তম আলী(৫৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাতে উপজেলার শ্রীপুর গ্রামের একটি বালুর মাঠের নদীর পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ৩০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মো. রুস্তম আলী শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬নাম্বার ওয়ার্ডের শ্রীপুর গ্রামের মুছার বাপের বাড়ির মৃত নুর হোসেনের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর বুধবার (২৫ জুন) আসামী রুস্তম আলীকে আদালতে পাঠানো হয়েছে।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts