বোয়ালখালীতে ১৫০ লিটার মদসহ ২ বিক্রেতা গ্রেপ্তার – Chittagong News

বোয়ালখালীতে ১৫০ লিটার মদসহ ২ বিক্রেতা গ্রেপ্তার – Chittagong News

বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ।

গ্রেপ্তার হয়েছেন উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ার হাট সর্দার পাড়ার মৃত গৌরাঙ্গ সর্দারের ছেলে শ্যামল সর্দার বাচা (৩৫) ও একই এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে মো. আনোয়ার হোসেন রোশন (৫৩)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই জনকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts