বোয়ালখালীতে এক কারখানায় চার ব্র্যান্ডের প্যাকেটে বাজারজাত করা হয় লবণ। নেই কোনো সরকারি অনুমোদন। কারখানটিতে পাওয়া যায়নি কোনো ল্যাব। মালিক পক্ষ আয়োডিন মেশানোর কথা বললেও মেলেনি তার সত্যতা।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় উপজেলার শাকপুরা মিলিটারি পুল এলাকার খাল পাড়ে ওই কারখানায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। সাথে ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার জেরিন তাসনিম শেলি ও পরীক্ষক প্রিময় মজুমদার জয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, নানা অনিয়মের মধ্য দিয়ে লবণ প্যাকেট করে একাধিক নামে লবণ বাজারজাত করছে কারখানাগুলো। অভিযান চালিয়ে বিএসটিআই আইনে এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আহমেদ সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রিজের সুপারভাইজার দীপক তালুকদারকে ১ লাখ টাকা এবং করিম সল্ট ক্রসিং এন্ড রিফাইনারির সাইগর হোসেনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাদের এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনসহ ল্যাব স্থাপনসহ মান সম্পন্ন লবণ বাজারজাত করা জন্য বলা হয়েছে।
এমএ/সিটিজিনিউজ