বোয়ালখালীতে মধ্যরাতে পুড়ল দুই বসতঘর – Chittagong News

বোয়ালখালীতে মধ্যরাতে পুড়ল দুই বসতঘর – Chittagong News

বোয়ালখালীতে মধ্যরাতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে গেছে দুই বসতঘর। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের আবদুস সালাম মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

বোয়ালখালীতে মধ্যরাতে পুড়ল দুই বসতঘরবৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে জানিয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে রিকশা চালক মো.কাশেম ও রেহেনা আক্তারের টিনশেড এবং বাঁশের বেড়া দিয়ে তৈরি কাঁচা বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।

বোয়ালখালীতে মধ্যরাতে পুড়ল দুই বসতঘরস্থানীয়রা জানান, মধ্যরাতে মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যরা প্রাণ নিয়ে ঘর থেকে বের হতে পেরেছেন। আগুনে পরনের কাপড় ছাড়া আর কিছু রক্ষা করা সম্ভব হয়নি।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts