চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাড়ি ফেরার পথে এক মুদি দোকানদারকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত দোকানির নাম দিদারুল আলম (৩৬)। তিনি উপজেলার শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা শেখ আহমদ চেয়ারম্যান বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।
ঘটনাটি ঘটেছে শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে শাকপুরা জাকের আলী কমিউনিটি ক্লিনিকের সামনে।
পরিবার সূত্রে জানা যায়, দিদারুল শাকপুরা মিলিটারিপুল এলাকায় নিজ মুদি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে ওঁৎ পেতে থাকা ২-৩ জন দুর্বৃত্ত তার পথরোধ করে ধারালো ছুরি দিয়ে আঘাত করে এবং টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা দিদারুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দিদারুলের ছোট ভাই মাহাবুল আলম জানান, “ভাই দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ক্লিনিকের সামনে পৌঁছতেই কয়েকজন ছিনতাইকারী ছুরি মেরে টাকা নিয়ে পালিয়ে যায়।”
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তনুজা দে বলেন, “রাত সাড়ে ১২টার দিকে দিদারুল নামে একজন রক্তাক্ত অবস্থায় হাসপাতালে এলে আমরা প্রাথমিক চিকিৎসা দিই। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করা হয়েছে।”
এমজে/সিটিজিনিউজ