বোয়ালখালীতে ট্রেন থেকে পড়ে যুবক আহত – Chittagong News

বোয়ালখালীতে ট্রেন থেকে পড়ে যুবক আহত – Chittagong News

বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা রেলওয়ে স্টেশন এলাকায় পর্যটক এক্সপ্রেস থেকে পড়ে এক যুবক গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসা ডা.রাজর্ষী নাগ জানান, ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায় ইনজুরি হয়েছে। যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।

তবে ঘটনাস্থলে থাকা স্থানীয়রা জানান, আহত যাত্রী তাৎক্ষণিক তার নাম মাহাবুব বশর (২০) এবং কক্সবাজার জেলার উকিয়া তুলাতলি এলাকার মো. আবদুল্লাহর ছেলে বলে জানিয়েছেন।

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী  পর্যটক এক্সপ্রেস ১০টা ২৫ মিনিটের সময় ঢাকার উদ্দেশ্যে গোমদণ্ডী রেলওয়ে স্টেশন ত্যাগ করেছে।

Explore More Districts